হুসাইন আহমদ কবির, মুকসুদপুর প্রতিনিধিঃ
গোপালগঞ্জের মুকসুদপুরে জমিজমা সংক্রান্তের বিবাধের জের ধরে রাসেল মিনা (৩০) ও সোহাগ মিনা (৩৫) কে বেদধড়ক মারপিট করেছে প্রতিপক্ষের লোকজন। এ বিষয়ে মুকসুদপুর থানায় ৭ জনকে আসামী করে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে জানা যায়, গতকাল (১৬ এপ্রিল) সকালে ১৭০নং পশ্চিম নওখান্ডা মৌজার সি.এস ১০৬ (ক) ৩৮৮নং দাগের ১.১৩ একর এবং ১৯৫নং খতিয়ানের ৬৫৫ নং দাগের ১.৫৮ একর জমির মধ্যে মোট ২৬ শতাংশ ভূমি যাহা দলিল নং ১৪২৭ তাং ২৪ ফেব্রুয়ারি ১৯২৬ইং ও দলিল নং ৬৫১১ তাং ০১ ডিসেম্বর ১৯৮০ ইং মূলে মৃতঃ মুনসুর আলী মিনা ও মৃতঃ দলিল উদ্দিন মিনা দ্বয়ের নামে খরিদ উক্ত তফশিল জমি যাহা পৈত্রিক বসত বাড়ী উক্ত তপশিল জমি নিয়া বিরোধ হওয়ায় ফেরদৌস মিনা বাদী হইয়া বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর আদালতে গোপালগঞ্জ এ ১৪৪/১৪৫ ধারার মামলা দায়ের করেন।
যাহার মামলা নাম্বর ২৫৭/২০২১ উক্ত মামলার নোটিশ প্রাপ্তির পর আদালতের নির্দেশ অমান্য করিয়া মামলার আসামী গত বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উক্ত তফশিল ভূমিতে জোর পূর্বক ঘর উঠানোর কার্যক্রম শুরু করিলে ভুক্তভোগীরা বাধা দিলে একযোগে আক্রমন করিয়া গুরুত্বর আহত করে। আহতদের মুকসুদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া নবধারাকে বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.