নবধারা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের সদর উপজেলার করপাড়া ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের চাষী রজব মুন্সীর জমির ধান কেটে দিয়েছে জেলা ছাত্রলীগ।
করোনা ভাইরাসের কারণে চলতি বোরো মৌসুমে ধান কাটা শ্রমিক সংকট দেখা দেয়ায় আজ সোমবার সকালে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাও সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ-এর নেতৃত্বে ৩০ সদস্যের ছাত্রলীগ কর্মীদের একটি দল হাটবাড়িয়া গ্রামের কৃষক রজব মুন্সীর ৮ কাঠা জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় পর্যন্ত কৃষকদের পাশে থাকার ঘোষনা দেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।
জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা নবধারা কে জানান, তারা গত বছরও করোনা কালীন সময়ে প্রায় মাস ব্যাপী জেলার বিভিন্ন গ্রামের হতদরিদ্র ও গরীব চাষীদেরে জমির ধান কেটে তা মাড়াই করে কৃষকের ঘরে তুলে দিয়েছেন। এবছরও দুর্যোগের এই সময়ে যেসব কৃষক তাদের জমির ধান কাঁটতে শ্রমিক পাচ্ছেন না। তারা যদি তাদেরকে জানায় তাহলে তারা গিয়ে ওইসব কৃষকদের জমির ধান কেটে দেবে বলে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.