শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার নড়াইলঃ
নড়াইলের লোহাগড়ার পাংখারচর কাজিপাড়া গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৬জন মহিলা আহত হয়েছে । আহতদের লোহাগড়া হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
এলাকাবাসী ও পুলিশ সুত্রে জানা গেছে ,উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর (কাজিপাড়া) গ্রামে জমি-জমা সংক্রান্ত আকিদুল কাজীর সাথে একই গ্রামের ইমরান কাজীর মধ্যে বিরোধ চলে আসছিল । এঘটনার জের ধরে গত রবিবার ( ১৮ এপ্রিল) বিকালে ইমরান কাজীর বাড়িতে এলাকার মহিলারা স্থানীয় সাংবাদিকদের কাছে তাদের নানা সমস্যার কথা তুলে ধরেন। সাংবাদিকরা এলাকা ত্যাগ করে চলে আসলে বিকাল সাড়ে ৬টার দিকে লিচু কাজীর নেত্বতে মহিলাদের ধাওয়া করে বেধড়ক মারপিট করে। এ সময় ৬জন মহিলা আহত হয়েছে ।
আহতরা হলেন, নাজমা বেগম (৪৫)মিনা বেগম (৩২), শারমিন বেগম (৩৫) ,পপি খানম(২৫), মীরা বেগম(৩৭), আয়শা বেগম(৩৬)। আহতদের লোহাগড়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ দিব্যদ্রনাথ জানান চার জনের অবস্থা আংশাকা জনক হওয়ায় তাদেরকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
এ ব্যাপারে লোহাগড়া থানার ওসি তদন্ত মাহমুদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে নবধারা কে বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.