শফিকুল ইসলাম সাফা, চিতলমারীঃ
চিতলমারীতে কঠোর লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে না চলা, বিনা প্রয়োজনে ঘোরা ফেরা করা ও সরকারী নির্দেশ না মেনে দোকান পাট খোলা রাখায় ৪৬ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে ১৭হাজার ৫০টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গত ১৪ এপ্রিল থেকে ২০ এপ্রিল বিকাল ৩টা পর্যন্ত উপজেলার বিভিন্ন হাটবাজার পাড়া মহল্লায় এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদলত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: লিটন আলী ও সহকারী কমিশনার ( ভূমি) জান্নাতুল আফরোজ স্বর্ণা। এসময় তারা করোনা ভাইরাস সংক্রমণ রোধে মাস্ক বিতারন করেন।করোনাভাইরাসের সংক্রমণ হার বেড়ে যাওয়ায় সরকারি বিধিনিষেধ পালনে সবাইকে সবাইকে উৎসাহিত করতে গত কয়েক দিন মাইকিং লিফলেট বিতরণসহ প্রচারনা চালাচ্ছেন উপজেলা প্রশাসন।
কঠোর লকডাউণ মেনে চলাসহ ১৮টি নির্দিশনা পালনে সবাইকে আহব্বান জানানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.