একটা মস্ত দেশ আছে, স্বাধীনতা আছে
আছে প্রজাতন্ত্র, আছে গণতন্ত্র আর কিছু আছে বাকি?
আছে আছে সব আছে।
শুধু শুধু হয়রানি, এরপরও আরো চাই ? আর কি দরকার !
উন্নতি তা তো চরমে
শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, বাণিজ্য- সবেতেই তা শিখরে
তারপরও বলবে সবাই কিছুই হয়নি ঠিকঠাক ?
এত ঠিক কখন হবে? বুঝতে হবে সবাইকে
এর দোষ ও ধরে, কোলাহল আর পকেট ভর্তিতে শেষ হয় বছর যে।
তারপর মারামারি-কাটাকাটি-খুনো খুনি-ধর্ষন সবেতে দেশ অচল
যে গদিধারী লোকজন ঘুষ না নিয়ে কখন দেখবে সাধারণ মানুষকে?
শোনো বলি সকলে রাখতে গদি চিরস্থায়ী, মিথ্যাভাষী দীর্ঘস্থায়ী।
মেনে যদি চলা যায়, নেই চিন্তা নেই ভয়, সাধারণ মেহনতীরা সব রসাতলে যাক
ক্ষতি নেই ভেকধারী পাষন্ডরা সমাজের মাথা, ক্ষতি কি?
এটাই তো এখনের মজা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.