বাইজীদ সা’দ, টুঙ্গিপাড়াঃ
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লকডাউনের কারণে কর্মহীন ও অসহায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের বেসরকারি খাতের অন্যতম শীর্ষ ব্যাংক দ্য প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
আজ রবিবার (২৫ এপ্রিল) প্রিমিয়ার ব্যাংক টুঙ্গিপাড়া শাখার উদ্যোগে টুঙ্গিপাড়ার বিভিন্ন স্থানে করোনা মহামারিতে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে কর্মহীন দিনমজুর, ভ্যানওয়ালা ও ছিন্নমূল ৫৫০ টি পরিবারের মাঝে চাল, ডাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, প্রিমিয়ার ব্যাংক টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ হাবিবুর রহমান, পাটগাতী বাজার বণিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফখরুল আলম, ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রমিক নেতা ফায়েকুজ্জামান সহ প্রিমিয়ার ব্যাংক টুঙ্গিপাড়া শাখার কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
নবধারা/বিএস