ফকিরহাট প্রতিনিধি :
বাগেরহাটের ফকিরহাটে ভ্রাম্যমান আদালতের পৃথক অভিযান চালিয়ে ১জন ভূয়া দন্ত চিকিৎসককে ১মাসের কারাদন্ড ও ২০হাজার টাকা জরিমানা করেছে। অপর এক অভিযানে শিকদার ক্লিনিককে নানা অনিয়মের অভিযোগে ২টি ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে।
বুধবার দুপুরে বাগেরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্টেট আরাফাত সিদ্দিকী ও নির্বাহী ম্যাজিষ্টেট রাকিব হাসান চৌধুরী নেতৃত্বে ফকিরহাট সদরের অনুপমা ডেন্টাল কেয়ারে এবং শিকদার ক্লিনিকে অভিযান পরিচালনা করেন।
ভূয়া দন্ত চিকিৎসক দীর্ঘদিন ধরে চিকিৎসক না হয়েও চেম্বার খুলে ও সাইন বোর্ড ঝুলিয়ে দন্ত চিকিৎসা দিয়ে আসছিল।
অন্যদিকে শিকদার ক্লিনিকে সার্বক্ষনিক মেডিকেল অফিসার না থাকায় ও ৩জন ডিপ্লোমাধারী সেবীকা না থাকায় ওই ক্লিনিককে অর্থদন্ড করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আরাফাত সিদ্দিকী জানান, খবর পেয়ে সে সংগীয় ফোর্স নিয়ে ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযান চলাকালে ভুয়া দন্ত চিকিৎসক এম এম কুদ্দুুসকে ২টি ধারায় ১মাসের জেল ও ২০হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে শিকদার ক্লিনিককে ২টি ধারায় ৫০হাজার টাকা জরিমানা করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.