প্রিন্ট এর তারিখঃ জুলাই ৫, ২০২৫, ৩:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১, ২০২৩, ৩:৩৯ অপরাহ্ণ
“এইসব দিনরাত্রি” নাটক লিখে সেই টাকা দিয়ে বাসায় বাচ্চাদের জন্য টিভি কিনেছিলাম-হুমায়ূন আহমেদ

বাসায় কোন টেলিভিশন নেই। নোভা-শীলা টেলিভিশন দেখার জন্যে পাশের ফ্ল্যাটে যায়। এক রাতের কথা। মেয়েরা খুব আগ্রহ করে টিভি দেখতে গিয়েছে। কিছুক্ষণের মধ্যে ফিরে এসে জানালো, ঐ ফ্ল্যাটে মেহমান এসেছে বলে আজ টিভি দেখতে দেয়া হবে না। বাচ্চারা খুবই মন খারাপ করলো।
রতে ভাত খেতে বসে বড় মেয়ে বলল, "বাবা, তুমি আমাদের একটি রঙিন টিভি কিনে দেবে?"
এই প্রশ্নের জবাব দিতে পারলাম না। তবে একটি রঙিন টিভি যেভাবেই হোক কিনতে হবে এটি মাথায় ঢুকে গেল। তখন বিটিভির নওয়াজিশ আলি খান আমাকে একটি ধারাবাহিক নাটক লিখতে বলেছেন। আমি রাজি হলাম। ঠিক করলাম, একটি রঙিন টিভি কিনতে যত টাকা লাগে তত টাকার ধারাবাহিক নাটক লেখা হবে। যে নাটকটি লিখলাম তার নাম 'এইসব দিনরাত্রি'। নাটকটির পরিচালক ছিলেন মুস্তাফিজুর রহমান। আমার রঙিন টিভি কেনার টাকা হওয়া মাত্র আমি নাটকের একটি চরিত্র টুনির মৃত্যু দিয়ে নাটক শেষ করে দিলাম। এই নাটকটির প্রতি আমি নানাভাবে ঋণী। নাটকটি কারণে আমি আমার বাচ্চাদের একটি শখ মিটালাম। রঙিন টিভি কিনলাম।
—হুমায়ূন আহমেদ (বলপয়েন্ট, ৭৭পৃষ্ঠা)
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.