Nabadhara
ঢাকাশুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সেরা স্বেচ্ছাসেবক হিসেবে সম্মাননা পেলেন ডা. আরমান

মেজবা রহমান,স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৮, ২০২৩ ১২:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

সাল তখন ২০২০ । সারাদেশে মহামারি করোনাভাইরাসের প্রভাবে বেশ আতঙ্ক তৈরি হয়েছে। ঘর থেকেও বের হতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ। ঠিক সে সময় মুমূর্ষ রোগীদের বাড়িতে বাড়িতে অক্সিজেন সিলিন্ডার এবং বিনামূল্যে খাবার পৌঁছে দেয়া থেকে শুরু করে, যেকোন দূর্যোগকালীন সময়ে দ্রুত জরুরী সেবার মতো কাজ করেছেন দেশের স্বেচ্ছাসেবকেরা। এমনই এক স্বেচ্ছাসেবক ডা. মোঃ আরমান হোসেন। চিকিৎসকের মহান পেশাকে আরও উজ্জীবিত করতে শিক্ষার্থী থাকাকালীন সময় থেকেই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করে যাচ্ছেন ফরিদপুরের ডা. জাহেদ মেমোরিয়াল শিশু হাসপাতালে মেডিকেল অফিসারে হিসেবে কর্মরত এই চিকিৎসক।

এরই স্বীকৃতি স্বরূপ মঙ্গলবার (৫ ডিসেম্বর) আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উপলক্ষে ভিএসও বাংলাদেশ কর্তৃক আয়োজিত “জাতীয় স্বেচ্ছাসেবক অ্যাওয়ার্ড -২০২৩” এ দেশের কয়েক হাজার স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন ডা. মোঃ আরমান।

অ্যাওয়ার্ড প্রাপ্তি সম্পর্কে ডা. মোঃ আরমান বলেন, “মানুষের জন্য কাজ করতে গিয়ে সম্মাননা পেয়েছি, পাচ্ছি। এই মানুষের জন্যই যেন একজন চিকিৎসক হিসেবে, একজন স্বেচ্ছাসেবক হিসেবে, সারাজীবন কাজ করে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন।”

ডা. আরমান বিগত কয়েক বছর স্বেচ্ছাসেবী কাজে অবদান রাখার জন্য ন্যাশনাল ভলান্টিয়ার এওয়ার্ড-২০২৩ সহ, ইয়ুথ আইকন এওয়ার্ড-২০২২, শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০,  জাতিসংঘ স্বেচ্ছাসেবক আয়োজিত আইভিডি ভলান্টিয়ার অ্যাওয়ার্ড-২০২০, কোভিড-১৯ হিরো অ্যাওয়ার্ড, ইয়ুথ স্পিরিট অ্যাওয়ার্ড, ইয়ুথ ভলান্টিয়ার এক্টিভিজম অ্যাওয়ার্ড সহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন।এ

এদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ স ম মাকসুদ কামাল। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোকাদ্দেম হোসেন,  ভিএসও বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর খবিরুল হক কামাল, ব্রুনেই দারুসসালামের হাই কমিশনার হ্যারিস ওথম্যান সহ অনেকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।