শফিকুল ইসলাম সাফা, চিতলমারী:
চিতলমারীতে এবার বোরোধানের বাম্পার ফলন হয়েছে। ঘরে ঘরে কৃষকের মুখে হাসি ফুটেছে। বোরো আবাদে লক্ষমাত্রা ছাড়ে গেছে। গতবারের চেয়ে ২৩০ হেক্টর বেশি জমিতে এবার বোরো আবাদ হয়েছে। উপজেলায় এবছর ১১হাজার ২শ’ ৪৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধরণ করা হয়েছিল।
চাবাদের পরিবেশ অনুকুলে থাকায় লক্ষমাত্রার চেয়ে ২৩০ হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে বোরোধান।এবছর চিতলমারী উপজেলায় ৫৭হাজার ১৫৩ মেট্রিকটন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।
চিতলমারী উপজেলা কৃষি কর্মকর্তা ঋতু রাজ সরকার বলেন,আবহাওয়া আনুকুলে থাকায় এবং কৃষি বিভাগের সঠিক দিক নির্দেশনায় এউপজেলায় লক্ষমাত্রার চেয়ে বেশী জমিতে বোরো আবাদ হয়েছে। এবং উৎপাদনও ভাল হয়েছে।কিছুদিন আগে হিটশকে প্রায় ২শ হেক্টর জমির ধান পুড়ে চিটা হয়েগেছে। তারপরও আবহাওয়া ফিবার করায় অধিকাংশ কৃষকের ধান কেটে ঘরে তোলা হয়েছে। কৃষকের মুখে হাসি ফুটেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.