প্রিন্ট এর তারিখঃ জুলাই ১, ২০২৫, ৪:২০ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৪, ১০:৪৬ অপরাহ্ণ
গোপালগঞ্জে লেবু-কমলেশ, বিষ্ণু মানিকের ৫১ তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা

গোপালগঞ্জ প্রতিনিধি
আজ ১০ মার্চ ১৯৭৩ সালের এই দিনে গোপালগঞ্জের জনপ্রিয় কমিউনিস্ট নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড ওয়ালিয়ার রহমান লেবু, কমরেড কমলেশ বেদজ্ঞ এবং ছাত্র ইউনিয়ন নেতা বিষ্ণুপদ এবং মানিককে হত্যা করা হয়।
তাদের ৫১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কমরেড লেবু,কমলেশ, বিষ্ণু মানিক স্মৃতি পরিষদের আয়োজনে স্মরণ সভা করা হয়েছে।আজ গোপালগঞ্জ জেলা উদীচি কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় সভাপতিত্ব করেন গোপালগঞ্জ উদীচি শিল্পীগোষ্ঠীর সভাপতি নাজমুল ইসলাম।
স্মরণ সভায় বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড মোহাম্মদ আবু হোসেন,কমরেড ওয়ালিয়ার রহমান লেবুর উত্তরসূরী ধীমান আজিজ ,কমরেড কমলেশ বেদজ্ঞের সুযোগ্য কন্যা কমরেড সুতপা বেদজ্ঞ ,কমরেড ডাক্তার মনোজ দাস ,সাবেক ছাত্র ইউনিয়ন নেতা কমরেড কাফি রতন প্রমুখ।
এর আগে উদীচী শিল্পীদের পরিবেশনায় শিল্পী সঞ্জয় রায়ের পরিচালনায় আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে গানের সাথে একান্নটি মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে চার প্রমিথিউসের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.