বশেমুরবিপ্রবি প্রতিনিধি : আহাদুল ইসলাম জয়
সামাজিক যোগাযোগ মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (স.) নিয়ে কটুক্তি প্রচার করার অভিযোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ওই শিক্ষার্থী উৎস গায়ন বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
রবিবার রাতে প্রক্টর ড. মো. কামরুজ্জামান উপস্থিত থেকে তাকে পুলিশের সোপর্দ করেন।
জানা যায়, এর আগে অভিযুক্ত ওই শিক্ষার্থী তাদের বিভাগের ম্যাসেনজার গ্রুপে মহানবী (স.)-কে নিয়ে কটুক্তি করা এক নাস্তিকের লেখা প্রচার করেন।পরে সন্ধ্যায় সাধারণ শিক্ষার্থীরা তাকে গণপিটুনি দিয়ে প্রক্টর দফতরে নিয়ে আসেন। এসময়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামান ও নিরাপত্তা কমকর্তা তরিকুল ইসলাম উপস্থিত থেকে তাকে গোপালগঞ্জ সদর থানা পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে ওই শিক্ষার্থীকে পুলিশি হেফাজতে গোপালগঞ্জ সদরের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এসময়ে উপস্থিত উত্তেজিত শিক্ষার্থীরা দাবি, বারবার মহানবী (স.)- কে নিয়ে কটুক্তি করা একটা কুচক্রী মহল তাদের এজেন্ডা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে এরা দেশের অসাম্প্রদায়িকতাকে নষ্ট করে ভাবমূর্তি নষ্ট করতে চায়।এসময়ে তারা অভিযুক্ত শিক্ষার্থীর সর্বোচ্চ বিচারের দাবি জানান।
এ বিষয়ে প্রক্টর ড. মো. কামরুজ্জামানকে বারবার কল দিলে তিনি কেটে দেন।
নিরাপত্তা কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযুক্ত শিক্ষার্থী উৎসকে আপাতত পুলিশি হেফাজতে দেওয়া হয়েছে। তিনি কোথায় কি লিখেছেন সুস্থ হাওয়ার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান বলেন, তাকে আমরা হাসপাতালে ভর্তি করেছি। আগে সুস্থ হোক। পরে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.