Nabadhara
ঢাকাশুক্রবার , ১৪ মে ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

সুকান্ত ভট্টাচার্যের ৭৪ তম মৃত্যুবার্ষিকীতে কোটালীপাড়া উদীচীর শ্রদ্ধা

Bayzid Saad
মে ১৪, ২০২১ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া প্রতিনিধিঃ

মার্কসবাদী ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী কিশাের কবি সুকান্ত ভট্টাচার্যের ৭৪ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়ায় কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুস্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৩মে) উপজেলার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে উদীচী শিল্পীগোষ্ঠী কোটালীপাড়া উপজেলা শাখার সভাপতি অশোক কর্মকার ও সাধারণ সম্পাদক রতন সেন কংকনের নেতৃত্বে কবির পৈত্রিক বাড়ির স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় যুবলীগ নেতা মিজানুর রহমান বুলবুল, শিক্ষক দেবাশীষ বিশারদ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মার্কসবাদী ও প্রগতিশীল চেতনায় বিশ্বাসী তরুন কবি সুকান্ত ভট্টাচার্য কলকাতার কালিঘাট এলাকায় ৪৩নং মহিম হালদার স্ট্রীটে মামার বাড়িতে বাবা নিবারন ভট্টাচার্য, মা সুনিতা দেবীর কোল জুড়ে ১৯২৬ সালের ১৫ আগস্ট জন্মগ্রহন করেন। কবির পূর্ব পুরুষের বাড়ি গোপালগঞ্জের কোটালীপাড়ার ঊনশিয়া গ্রামে।

কবি সুকান্ত ১৯৪৫ সালে প্রবেশিকা পরীক্ষার পর থেকে বামরাজনীতির সাথে জড়িয়ে পড়েন। এ সময়ে তিনি ছাত্র আন্দোলন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেলাল্লিশের মন্বন্তর ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে কলম ধরেন। ১৯৪৪ সালে তিনি বাম রাজনীতির সদস্য হন।

ক্ষণজন্মা মার্কসবাদী তরুন কবি সুকান্ত অল্প সময় লেখার সুযোগ পেয়েছেন। দিনমজুরের কবি সুকান্ত অভাবী মানুষের ভাষা বুঝতেন। তাই সহজ, সরল ভাষায় কাব্য রচনা করতেন। মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালের ১৩ ই মে ম্যালেরিয়া ও যক্ষারোগে আক্রান্ত হয়ে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

নবধারা/বিএস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।