শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা ও চিতলমারী উপজেলার প্রয়াত আওয়ামীলীগ সভাপতি মল্লিক সিরাজুল হকের স্ত্রী এবং উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা মল্লিকের আম্মা ছালমা বেগম (৭৬) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি—- রাজিউন) ।
শুক্রবার রাতে বাধ্যক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান । শনিবার সকাল ১১ টারসময় মরহুমার প্রিয় প্রতিষ্ঠান চিতলমারী হাসিনা বেগম মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে জানাজার পর উপজেলার আড়ুয়াবর্ণি কবর স্থানে জাতি গড়ার এই কারিগরকে চির নিন্দ্রায় শায়িত করা হয়।
তার মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, চিতলমারী উপজেলা আ’লীগ সভাপতি বাবুল হোসেন খান, সাধারন সম্পাদক শিক্ষাবিদ পীযূষ কান্তি রায়সহ ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।