Nabadhara
ঢাকারবিবার , ৬ অক্টোবর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মানব-বন্ধন

গোপালগঞ্জ প্রতিনিধি 
অক্টোবর ৬, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

গোপালগঞ্জে প্রতারণার শিকার হয়ে মানব-বন্ধন করেছে মানিকদাহ আশ্রয়ণ প্রকল্পের অসহায় ও দরিদ্র বাসিন্দারা। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী তারা এ কর্মসূচী পালন করে।

মানব-বন্ধন চলাকালে খাদিজা বেগম, খালেদা বেগম, কাজলী বেগম, ওলিয়ার, নার্গিস বেগম, রহিমা বেগম, শাবানা, তৌহিদ শেখ ও নূর ইসলাম বাবুসহ ভ‚ক্তভোগীরা তাদের অভিযোগে জানান, শেখ রেজাউল হক রাজু ও শেখ রিপন নামে দু’ সহোদর পুরাতন মানিকদাহ বাজারে একটি সুপার-শপ করার নামে মানিকদাহ আশ্রয়ণের ১ শ’ ২০ বাসিন্দার কাছ থেকে বিভিন্ন প্রলোভন দিয়ে অন্ত:ত ১৭ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

তারা আরো বলেন একটু বাড়তি লাভের আশায় এসব অসহায় মানুষগুলোও ৫০ বা ১০০ টাকার স্ট্যাম্পের উপর তাদেরকে টাকা দিয়েছেন। এরপর তারা দু’ভাই সুপারশপের ডেকোরেশন করে কিছু মালামালও উঠায়। কিš‘ পরবর্তীতে লাভ দূরে থাক, আসল টাকা ফেরত চাইলেও তারা তা না দিয়ে নানা টালবাহানা শুরু করে; এমনকি ইতিমধ্যে দু’এক জনকে নানা হুমকি-ধমকিও দিয়েছে। এভাবে বিগত ৮-৯ মাস ধরে তারা এসব অসহায় মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। এব্যাপারে থানার দ্বার¯’ হয়েও কোন লাভ হয়নি। তাই তারা বাধ্য হয়ে উক্ত টাকা ফেরতসহ ওই দু’ভাইয়ের বিচার দাবীতে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানব-বন্ধন কর্মসূচী পালন করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।