এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউপির হাতিয়াড়া গ্রামের যুগল কুমার পাঠক(৭৫) নামে এক বৃদ্ধর গলাকাটা মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে নড়াইল সদর থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে কালী পূজার প্রসাদ আনতে গিয়ে তিনি নিখোঁজ হন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, যুগল কুমার পাঠক বৃহস্পতিবার (৩১অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে কালী পূজার প্রসাদ আনতে গিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সকালে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার (১নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্দিরের পাশে পুকুর পাড়ে তার ব্যবহৃত লাঠি ও জুতা দেখে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা পুকুরে খোঁজ করতে গিয়ে দেখতে পায় তার গলাকাটা মরদেহ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম শনিবার (২নভেম্বর) সকালে জানান, যুগল কুমার পাঠকের মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।তবে হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।