এস, এম শরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার, নড়াইল
যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নড়াইলে ট্রাফিক পুলিশের তৎপরতা শুরু হয়েছে। বুধবার (৬নভেম্ববর) বেলা ১১টায় শহরের পুরাতন বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে ট্রাফিক পুলিশের কার্যক্রম শুরু হওয়ায় জনমনে স্বস্তি ফিরে আসে।
এসময় ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান, ট্রাফিক ইন্সপেক্টর কামরুল হাসান, বিদ্যুৎ বড়ুয়া, আহসান হাবীব, ট্রাফিক সার্জেন্ট ইমরান হোসেন উপস্থিত ছিলেন। দীর্ঘ ৩ মাস জেলা সদরসহ বিভিন্ন সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা কার্যকর না থাকায় বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করতো। ফিটনেসবিহীন গাড়ি ও হাইওয়েতে চলাচল নিষিদ্ধ যানবাহন সড়কে অবাধে চলাচল বন্ধ করতে ট্রাফিক পুলিশসহ হাইওয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
নড়াইল ট্রাফিক বিভাগের ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) কাজী হাসানুজ্জামান বলেন, সড়কে যান চলাচলে কেউ আইন লংঘন করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। ট্রাফিক ম্যানেজমেন্টের পুরো টিম এ লক্ষ্যে কাজ শুরু করেছে। অল্পবয়সী ছেলেদের বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানো রোধকল্পে তীক্ষ্ন দৃষ্টি দেয়া হয়েছে। শহরে যাতে বাইরের ইজিবাইক প্রবেশ করে যানজটের সৃষ্টি না করে সেলক্ষ্যে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছে।
নড়াইল পুলিশ সুপার কাজী এহসানুল কবীর জানান, সড়কে যানবাহন চলাচলে শৃঙ্খলগতি ফিরিয়ে আনতে পুলিশের ট্রাফিক বিভাগকে কড়া নির্দেশনা দেয়া হয়েছে। লাইসেন্সবিহীন ও বেপরোয়া গতির মোটরসাইকেলসহ অন্যান্য যান চলাচল বন্ধ রাখতে জরিমানা এবং অন্যান্য শান্তির বিধান আরোপ করতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।