শফিকুল ইসলাম সাফা, স্টাফ রিপোর্টার, চিতলমারী, বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশীর পদন্নোতিজনিত কারনে বদলি হওয়ায় মাধ্যমিক শিক্ষকদের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেল ৪ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের উদ্যোগে এ বিদায় সংবর্ধনার আয়োজন করেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার ভৌমিকের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি ইউএনও নয়ন কুমার রাজবংশী।বক্তব্য রাখেন,রহমতপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জি এম আব্দুস সালাম, স. ম. ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম রাজু আহম্মেদ, বড়বাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী টিপু সুলতান, ডুমুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম এ সোয়েল মোল্লা, সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার শিকদার, বাহিরদশ মহল মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক সুনয়না রায়।এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
উল্লেখ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নয়ন কুমার রাজবংশী চলতি বছরের ১২ সেপ্টেম্বর চিতলমারীতে যোগদান করেন। পদোন্নতি জনিত কারণে মাত্র ১ মাস ২৬ দিনের মাথায় তাকে চুয়াডাঙ্গা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে।