শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ী জেলার গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের আলম চৌধুরী পাড়ার বাসিন্দা, গড়পাড়া দরবার শরীফের বিশিষ্ট খাদেম ও স্হানীয় এগারো শরীফ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হোসেন সাধু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১২৮ বছর ৬ মাস…. দিন। তার জন্ম তারিখ ২৫ মে ১৮৯৬ ইং।
জন্ম তারিখের হিসেবে দেখা যায় তিনি ১৮ শতক,১৯ শতক এবং চলমান দুই হাজার সাল অর্থাৎ তিন শতক দেখা পুরুষ। তিনি বার্ধক্যজনিত কারনে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে ছিলেন। তার বাবার নাম মরহুম মলফত শেখ। ১১ নভেম্বর দিনগত (সোমবার) রাত সাড়ে ১১ টার দিকে নিজ বাড়িতে তিনি মারা যান। মৃত্যুকালে তিনি চার পুত্র, পুত্রবধু, নাতী-নাতনীসহ অনেক পীর ভাইবোন ও গুণগ্রহী রেখে যান।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় আলম চৌধুরী পাড়া আল মদিনা মসজিদ মাঠে জানাজা শেষে নিজ পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়। মরহুমের ভাতিজা মোঃ মজিবর রহমান জানান , তার চাচা হোসেন সাধু গড়পাড়া দরবার শরীফের পীর এ্যাডঃ হযরত শাহ্ ফজলুর রহমান আল কাদরী আল চিশতি (রঃ) (উকিল সাহেব) এর মুরিদ ছিলেন। উকিল সাহেব তার চাচার নম্র-ভদ্র আচার-আচরণ ও খেদমতে খুশি হয়ে তাকে সাধু বলে ডাকতেন। সেটাও অন্তত ৮০/৯০ বছর আগের কথা।সেই থেকে তিনি হোসেন সাধু নামে অধিক পরিচিত ছিলেন।বাস্তবিকই তার চাচা অত্যন্ত ধার্মিক ও উত্তম চরিত্রের একজন মানুষ ছিলেন। পীরের দরবারের প্রতি খুবই অন্তঃপ্রান একজন খাদেম ছিলেন । আমি তার জন্য সকলের নিকট দোয়া কামনা করি।