Nabadhara
ঢাকাশুক্রবার , ১৫ নভেম্বর ২০২৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কালকিনির এনায়েতনগরে বোমার আঘাতে আহত যুবকের মৃত্যু

Link Copied!

মোঃ মিজানুর রহমান,কালকিনি / ডাসার (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের কালকিনির এনায়েতনগরে বোমার আঘাতে আহত যুবক সুজন সরদার (৩২) এর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত সুজন সরদার পৌর এলাকার শিকারমঙ্গল গ্রামের ৩ নং ওয়ার্ডের মৃত মিজান সরদারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের খালেকেরহাট বাজারে বোমা হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সিঙ্গাপুর প্রবাসী সুজন সরদার গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা প্রেরণ করেন। আজ শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সুজন সরদারের মৃত্যু হয়। সুজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ হুমায়ুন কবির বলেন, বোমের আঘাতে আহত যুবক মারা গেছে শুনেছি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।