গোপালগঞ্জ প্রতিনিধি
গতকাল শুক্রবার সকালে জেলার কোটালিপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর) উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচির আয়োজন করে ৭৮ নং পিঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিশোর-কিশোরী ক্লাব। প্রথমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ওই বিদ্যালয়ের একটি শ্রেনী কক্ষে। সেখানে আলোচনা করেন কোটালিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের জেন্ডার প্রমোটর মাহমুদা খানম ও কবিতা আবৃত্তি শিক্ষক সুফিয়া মনোয়ারা।
পরে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে বিদ্যালয় সম্মুখের সড়কে র্যালী করেন ওই দুই কর্মকর্তা। এবারের প্রতিপাদ্য বিষয় হলো, নারী-কণ্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।