রাজধানীর আশপাশের এলাকার বায়ু অস্বাস্থ্যকর ও ঝুঁকিপূর্ণ হওয়ায় জনসাধারণকে বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার এবং অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের বাইরে না যাওয়ার জন্য পরামর্শ দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
জনস্বার্থে পরিবেশ অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিদপ্তরের ওয়েবসাইটে সার্বক্ষণিক বায়ুমান মনিটরিং কেন্দ্রের মাধ্যমে নিয়মিত প্রকাশ করা হচ্ছে।
রোববার (৫ জানুয়ারি) বিকেল ৫টায় রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার বায়ুমান ছিল ২৫০, যা খুব অস্থাস্থ্যকর।
উল্লেখ্য, বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় রোববার (৫ জানুয়ারি) প্রথম অবস্থানে ছিল ঢাকা। এদিন সকাল ১০টায় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (বায়ুর মান সূচক) স্কোর ছিল ৪৪৫। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.