স্টাফ রিপোর্টার,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।
সোমবার (১৩ জানুয়ারী) (রাত ১২টা ৫ মিনিটে) থানার ওসি এস এম শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্স নিয়ে তাঁকে উপজেলার নালুয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করেন। এদিন সকাল ১১ টায় তাঁকে বাগেরহাট আদলতে প্রেরণ করা হয়েছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাৎ হোসেন জানান, কলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. বাদশা মিয়ার বিরুদ্ধে কয়েকটি মামলা ও বহু সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ রয়েছে। বাদী মো. শামীমের দায়েরকৃত ০৪/১১/২০২৪ ইং তারিখের একটি চাঁদাবাজি মামলায় তাঁকে আদলতে প্রেরণ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।