কোটালীপাড়া প্রতিনিধি
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের পক্ষ থেকে কোটালীপাড়ায় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ শনিবার বেলা১১টার পর পৌর মার্কেটে বাংলাদেশ খেলাফত মজলিস ও তাঁর সহযোগী সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কোটালীপাড়া শাখার আযোজনে শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন কোটালিপাড়া শাখার নেতৃবৃন্দ।
এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস কোটালীপাড়া শাখার সভাপতি আলহাজ্ব মুফতি আব্দুর রাজ্জাক, আরো উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা মনজুরুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সাব্বির বিন সুলতান, কোটালীপাড়ায় বাংলাদেশ খেলাফত যুব মজলিস প্রধান জিম্মাদার মাওলানা সাদ, কোটালীপাড়া শাখার সমাজ সেবা সম্পাদক ডাক্তার আব্দুল মান্নান, ডাক্তার সাইফুল ইসলাম বাংলাদেশ খেলাফত যুব মজলিস মোল্লা বিপ্লব বাংলাদেশ খেলাফত যুব মজলিস সহ আরো অনেকে।
মাওলানা আব্দুর রাজ্জাক বলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকের পক্ষে আজ পৌরসভা এলাকার শতাধিক দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো। পর্যায়ক্রমে উপজেলার সকল ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করা হবে।