
টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রশাসন ও জাতীয় মহিলা সংস্থার আয়োজনে খান সাহেব শেখ মোশারফ হোসেন স্কুল এন্ড কলেজে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মো.মঈনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো.গোলাম কবীর, টুঙ্গিপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচী প্রমুখ বক্তব্য রাখেন।
পরে উদ্যোক্তাদের নিজস্ব তৈরী বিভিন্ন পণ্যসামগ্রীর প্রদর্শনী ঘুরে দেখেন জেলা প্রশাসক মুহাম্মদ কামারুজ্জামান।