নিজস্ব প্রতিবেদক,নড়াইল
নড়াইলে ধর্ষণের বিচার ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২মার্চ) বিকালে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার উদ্যোগে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি সাজ্জাদ হোসাইন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সভাপতি মাওলানা খাইরুজ্জামান,সাধারণ সম্পাদক ডাঃ এস এম নাসির উদ্দিন,ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা শাখার সাধারণ সম্পাদক আসিফ আহমেদসহ প্রমুখ।
বক্তারা বলেন ধর্ষণের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুত সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইবুনাল গঠন করতে হবে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করার দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.