Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

জাবির লালমনিরহাট জেলার নেতৃত্বে নাবিলা ও মেহেদী 

জাবি প্রতিনিধি
মার্চ ১৩, ২০২৫ ৯:০৫ অপরাহ্ণ
Link Copied!

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে(জাবি) লালমনিরহাট জেলার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি দায়িত্ব পেয়েছেন ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সিঁথি নাবিলা এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব গ্রহন করেছেন ৫০তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান।

 

বৃহস্পতিবার (১৩ মার্চ) একটি ইফতার মাহফিলের আয়োজন করে নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর করা হয়।

 

এসময় সমিতির সভাপতি সিঁথি নাবিলা বেলন,”প্রিয় প্রাঙ্গণে নিজ জেলার বর্তমান, প্রাক্তন এবং নবাগতদের মেলবন্ধনের জায়গা হয় জেলা সমিতি।

 

এডমিশনের সময়ে লালমনিরহাট থেকে আগত ছোট ভাইবোনদের ভোগান্তি লাঘব সহ আরো বিভিন্ন ধরণের কার্যক্রম পরিচালনা করা হয়ে থাকে এখান থেকে। আমি আশাকরি সকলের স্বতঃস্ফূর্ততায় এই ছোট্ট জেলা সমিতি এমন একটি জায়গা হয়ে উঠবে যেখানে ৩০০কি.মি এর দুরত্বে এসেও বলতে পারবো ‘হামার এলাকার মানুষ’।”

 

সমিতির সেক্রেটারি মেহেদী হাসান বলেন,জেলা সমিতি একটা বন্ধনের নাম। এখানে আমরা একই এলাকার সবাই একটা শেকড়ের টানে আবদ্ধ থাকি। জেলা থেকে আগত নবীনদের বিভিন্ন ভাবে সহযোগিতা করার চেষ্টা করি

 

এছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয় বছরজুড়ে। সাধারণ সম্পাদক হিসেবে আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এজন্য লালমনিরহাট জেলা সমিতির সকলের সহযোগিতা কামনা করছি।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।