গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ যাত্রী আহত হয়েছে। আজ শুক্রবার (০৪ এপ্রিল) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় ও শুনাসুরে এসব দূর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মাকসুদুর রহমান মুরাদ সড়ক দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। মারাত্মক আহত ১০জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মাকসুদুর রহমান মুরাদ জানান, সেন্টমার্টিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস খুলনা থেকে ঢাকায় যাচ্ছিল। এসময় বাসটি ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার সোনাকুড় এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ৫জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, একই সহাসড়কের শুনাসুরে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রন হারিয়ে অপর একটি ব্যাটারী চালিত ইজিবাইককে ধাক্কা দিলে দু’টি গাড়িই মহাসড়কের খাদে পড়ে গিয়ে ৫জন আহত হয়। আহতদেরকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।