সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে সন্ত্রাসী হামলা ও লুটপাটের ঘটনায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এক মৎস্য ঘের ব্যবসায়ী।
শনিবার (১২ এপ্রিল) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগ পাঠ করেন ঘের ব্যবসায়ীর ভাই মোঃ কামরুল ইসলাম।
লিখিত অভিযোগে জানান, জেলার রামপাল উপজেলার পেড়িখালী পশ্চিম বিলে কাটাখালি খালের দক্ষিণ পাশে তার ভাই মোঃ মহসিন বাদশা এর নিজস্ব ও নগদ জমায়
বন্দবস্ত নেওয়া প্রায় ৪০ একর জমিতে ১৯৯৫ সাল হইতে মৎস্য চাষ করে আসিতেছে।
কিন্ত গত ৯ এপ্রিল গভীর রাতে মোহাম্মদ ইয়াহিয়া হাওলাদার, মিজান শেখ, আব্দুল্লাহ ইজারাদার, মোঃ মুক্ত ঠিয়াল, মোঃ হাফিজ লাঠিয়াল, মোঃ জিয়া শেখ,ইদ্রিস হাওলাদার সহ ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে মৎস্য ঘেরের পাহারাদার শহিদুল ইজারাদার, মোঃ রুহুল আমিন ও আঃ সবুর গাজীকে মারপিট করে মৎস্য ঘের থেকে বরে করে দিয়ে ঘেরে পালিত ৩৮ টি গাড়োল ভেড়া, একটি নৌকা, সোলারের ১২ ভোল্টের ব্যাটারি, মাছ ধরা ৩টি ঝাকি জাল, একটি টচ লাইট, ২ টি দা, ১৫ কেজি চাউল, ঘেরে বিভিন্ন প্রজাতির প্রায় ৪০ কেজি মাছ লুট করে। যার বাজার মূল্য ১৪ লাখ ৭৪ হাজার ৫ শত টাকা।
লুটকৃত এইসব মালামাল উদ্ধারের পাশাপাশি সন্ত্রাসী ও লুটপাটকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানানো হয় এই সংবাদ সন্মেলনে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.