বিশেষ প্রতিবেদক, নবধারা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় গিমাডাঙ্গা পূর্ব পাড়া জিটি স্কুল সংলগ্ন রাস্তার মাটি নেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধে ছোট ভাইয়ের দেশীয় ধারালো অস্ত্রের কোপে গুরুতর জখম হয়েছেন বড় ভাই। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী এনায়েত শেখ (৫০) গিমাডাঙ্গা পূর্বপাড়ার মৃত নূর মোহাম্মদ শেখের ছেলে। অভিযুক্ত কামরুল শেখ একই গ্রামের আহত এনায়েত শেখের আপন ভাই।
আহত এনায়েত শেখকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়, সেখানে রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, “আহত ও আক্রমনকারী ব্যক্তিদের বাড়ির পাশ দিয়ে টু্ঙ্গিপাড়া পৌরসভার খননকৃত ড্রেনের মাটি নিজের ভোগদখলে নেওয়াকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কামরুল শেখ তার আপন বড় ভাই এনায়েত শেখকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে”। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খোরশেদ আলম বলেন, “ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনী পদক্ষেপ নেয়া হবে”।