দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে দুমকিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব দুমকির সামনে আমার দেশ পাঠক মেলার আয়োজনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন প্রিন্ট ও টিভি মিডিয়ার সংবাদকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা মানববন্ধনে অংশ নেন।
প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক আমার দেশ পত্রিকার দুমকি উপজেলা প্রতিনিধি কামাল হোসেন এর সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর মেজর ডা. ওহাব মিনার(অবঃ)।
এছাড়াও বক্তব্য দেন উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদার,মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ তারেকুল ইসলাম খান,সিনিয়র সাংবাদিক আমির হোসেন, প্রেসক্লাব দুমকির সাবেক সভাপতি মোঃ হারুন অর রশিদ,প্রেসক্লাব দুমকি'র সহ সভাপতি সহিদুল ইসলাম, আনন্দ টিভি'র মিজানুর রহমান, নবধারার মোঃ জসিম উদ্দিন, রাজিবুল ইসলাম রন্টি দৈনিক কালবেলা, আতিকুর রহমান দৈনিক মানবকন্ঠ, সুমন মৃর্ধা দৈনিক আমাদের সময়, প্রমুখ।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। তাদের এসব অপকর্ম অনেকদিন ধরেই আড়ালে চলছিল। কিন্তু সরকারের পরিবর্তনের পর আমার দেশ পত্রিকায় এসব দুর্নীতির সংবাদ প্রকাশিত হলে মেঘনা গ্রুপের কর্তারা আতঙ্কিত হয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় ভারতের ‘চাপ’ এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে একজন খাটি দেশপ্রেমিক জনাব মাহামুদুর রহমান এর বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল মামলা করেন।
তারা বলেন, মাহমুদুর রহমান একজন নির্ভীক ও আপসহীন সাংবাদিক। তিনি তার পত্রিকার মাধ্যমে দীর্ঘদিন ধরে ক্ষমতাধর দুর্নীতিবাজ রাজনীতিক, আমলা ও ব্যবসায়ীদের বিরুদ্ধে সত্য প্রকাশ করে আসছেন। আজ তারই মূল্য দিতে হচ্ছে ষড়যন্ত্রের শিকার হয়ে। প্রয়োজনে কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারি দিয়ে বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.