দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৫৫তম সভায় সাবেক রেজিষ্টার প্রফেসর ড. সন্তোষ কুমার বসুকে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টায় উপাচার্য ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ড সচিব প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ড সদস্য প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার প্রফেসর মোঃ আব্দুল লতিফ, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার, বাংলাদেশ পরামাণু কৃষি গবেষনা ইনস্টিটিউটের মহাপরিচালক প্রফেসর ড. মোঃ আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণীসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব:) প্রফেসর ড. মোঃ জহির উদ্দীন, কীতত্ত্ববিভাগের (অব:) প্রফেসর ড. খন্দকার শরিফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের প্রফেসর ড. নাজিম আহমাদ, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোঃ ইউনুচ আলী সিদ্দিকী, পবিপ্রবির এন্টোমলজি বিভাগের প্রফেসর ড. মোঃ হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন, ল্যাংগুয়েজ এন্ড কমিউনিকেশন বিভাগের প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমার, ইনোভা আইটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ শরফুদ্দিন, পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান, বরগুনা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মতিউর রহমান প্রমুখ।
সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয় এবং একাধিক সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভা শেষে এক প্রশ্নের জবাবে ভিসি প্রফেসর ড. মোঃ কাজী রফিকুল ইসলাম সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সরকার ও বিশ্ববিদ্যালয়ের বিধি বিধান মেনে সাবেক রেজিস্টার সন্তোষ কুমার বসু কে বরখাস্ত করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। এছাড়াও শহীদ জিয়াউর রহমান সহ যে সকল ছাত্রাবাসের নাম পরিবর্তন করা হয়েছিল আজকের রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদের সর্বসম্মতিক্রমে ছাত্রাবাসগুলো পুর্বের নামকরন বিষয় সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ জুলাই বিপ্লবের আন্দোলন ঠেকাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হল ত্যাগে নির্দেশনা দিতে এম কেরামত আলী হলে যান অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘বাংলাদেশের সরকার খুব সহজে ক্ষমতা ছাড়বে না, গদি ছাড়বে না, যদি আরো ৫ হাজার মানুষ যদি মারা লাগে সরকার চিন্তা করবে না।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.