Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

ড.হোসাইন আল মামুন যবিপ্রবির প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রের নতুন পরিচালক

Link Copied!

যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ 

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রের (Center for Training and Skill Development) পরিচালকের দায়িত্ব পেয়েছেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।

 

রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

 

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৫তম সভার সিদ্ধান্ত-১০৫/০৩ এর সংশোধনী ০২ অনুযায়ী এই দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি Center for Training and Skill Development-এর পরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

 

উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন আল মামুন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক এবং উক্ত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।