যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীদের সফট স্কিল উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রের (Center for Training and Skill Development) পরিচালকের দায়িত্ব পেয়েছেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন।
রবিবার (৪ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মোঃ আহসান হাবীব স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ১০৫তম সভার সিদ্ধান্ত-১০৫/০৩ এর সংশোধনী ০২ অনুযায়ী এই দায়িত্ব প্রদান করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি Center for Training and Skill Development-এর পরিচালকের দায়িত্ব পালন করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
উল্লেখ্য, অধ্যাপক ড. হোসেন আল মামুন বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের একজন অধ্যাপক এবং উক্ত বিভাগের সাবেক বিভাগীয় প্রধান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.