Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

কোটালীপাড়া প্রতিনিধি
মে ৮, ২০২৫ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া  প্রতিনিধি
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন।
আজ বৃহস্পতিবার উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট নামক বাজারে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
জেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রন্টি পোদ্দার এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা এ অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।
এ সময় টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস, কোটালীপাড়া পানি উন্নয়ন শাখার উপ-সহকারী প্রকৌশলী উৎপল রায়, রাজস্ব কর্মকর্তা শরীফ মাহমুদসহ প্রশাসনের বিভিন্ন স্থরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া পানি উন্নয়ন উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া ফেরদৌস বলেন, দীর্ঘদিন ধরে কোটালীপাড়া উপজেলার আমতলী ইউনিয়নের ওয়াবদারহাট বাজারে কিছু ব্যক্তি পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিল। আমরা বার বার এই পানি উন্নয়ন বোর্ডের জায়গা থেকে তাদের স্থাপনা সড়িয়ে নিতে বলেছিলাম। তারা এই জায়গা থেকে অবৈধ স্থাপনা সড়িয়ে না নেওয়ায় আমরা জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। আমাদের এই অবৈধ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।