যবিপ্রবি প্রতিনিধি,রায়হান আহমদ
গুচ্ছ ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন সহযোগিতামূলক কাজ করছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সামাজিক সংগঠন উন্নত মম শির" ।
শুক্রবার ( ৯মে ) যবিপ্রবিতে গুচ্ছ 'এ' ইউনিটের ভর্তি পরিক্ষা উপলক্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে তথ্য সহায়তা, বিনামূল্যে মোবাইল, ব্যাগ, মানিব্যাগ গচ্ছিত রাখাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে যবিপ্রবির সামাজিক সংগঠন উন্নত মম শির।
এছাড়া গুচ্ছ বি ও সি ইউনিটের ভর্তি পরীক্ষার দিনও সেবা প্রদান করেছে উন্নত মম শির উন্নত মম শিরের অন্যতম সদস্য রাফিদ বলেন, সারাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একদিন আগে থেকেই পরীক্ষার্থী আসা শুরু করেছে।উন্নত মমশির তাদের সার্বিক সহযোগিতায় কাজ করে যাচ্ছে।হল প্রশাসনের সহযোগিতায় গত রাতে প্রায় ২০ শিক্ষার্থীর থাকার ব্যবস্থা করা হয়েছিল।আজকে ও আমাদের উন্নত মমশিরের সদস্যরা তাদের আপ্যায়নে কাজ করে যাচ্ছে।যেসব শিক্ষার্থী অনেক দুর থেকে এসেছে তারা চাইলে তাদের ব্যাগ,মোবাইল ও মানিব্যাগ আমাদের কাছে জমা দিয়ে চিন্তামুক্ত ভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।
এছাড়াও আমরা শিক্ষার্থীদের পরীক্ষা বিষয়ক বিভিন্ন তথ্য দিয়ে তাদের পাশে থাকার চেষ্টা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.