গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও অপর ২৮ জন আহত হয়েছে। মারাত্মক আহত ১৮ জনকে গোপালগঞ্জ আড়াই শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিলটন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় প্রায় ২ ঘণ্টা ওই মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দোকার হাফিজুর রহমান জানান, বাগেরহাটের মংলা থেকে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি বাস চট্টগ্রাম যাচ্ছিল। পথে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে সড়কের পাশে আছড়ে পড়ে। ফলে ঘটনাস্থলেই ট্রাকের ড্রাইভারসহ ৩ জন নিহত ও অপর ২৮ জন আহত হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.