শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
চিতলমারী উপজেলা বিএনপির আহবায়ক মোমিনুল হক টুলু বিশ্বাসের বড় ভাই এবং চিতলমারী যুবদলের প্রথম আহবায়ক আমিনুল হক লালু বিশ্বাস (৬০) বৃহস্পতিবার (১৫ মে) রাত ১০টায় ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি------ রাজিউন) তিনি উপজেলার পাটরপাড়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম এনামুল হক খোকা বিশ্বাসের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (১৬ মে) বিকাল ৪ টায় পাটরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।
জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলা, উপজেলা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। পরে পাটরপাড়ার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মরহুমের ছোট ভাই ও উপজেলা বিএনপি’র আহ্বায়ক মমিনুল হক টুলু বিশ্বাস বলেন, আমার বড় ভাই লালু বিশ্বাস ছিলেন একজন নিরহংকার ও সাদা মনের মানুষ। সকলের সাথে তার ভালো সম্পর্ক ছিল। এক সময় তিনি চিতলমারী জাতীয়তাবাদী যুবদলের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি তার মরহুম ভাইয়ের জন্য সকলের কাছে দোয়া প্রর্থনা করছি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.