সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজিতে তিনদফা দাবি আদায়ে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষনা করেছে সেখানে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
১৯ মে সোমবার সকালে সদরের চিতলী বৈটপুরস্হ ইনিষ্টিটিউট অব মেরিন টেকনোলজি চত্বরে অধ্যায়নরত শিক্ষার্থীরা মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের সমুদ্রগামী জাহাজের যোগদানের জন্য অনুর্ধ্ব ৬ মাসের প্রি-সী ট্রেনিং এর মাধ্যমে অফিসার ক্যাডেট সিডিসি প্রদান । বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনস্হ ইঞ্জিন ও মেশিন সংশ্লিষ্ট বিভাগে উপ-সহকারী প্রকৌশলী পদে মেরিন ও শীপবিল্ডিং ডিপ্লোমাধারীদের নিয়োগ বিধান চালু।প্রশিক্ষনের মান উন্নতকরন সহ তিন দফা দাবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধান ফটক সহ একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে শাটডাউন ঘোষনা করে।
অবিলম্বে সি ডি সি বাস্তবায়ন সহ তাদের দাবিকৃত যৌক্তিক বিষয়গুলি মেনে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এই শাটডাউন কর্মসূচী চলমান থাকবে বলেও ঘোষনা দেয় তারা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.