নিজস্ব প্রতিবেদক,নড়াইল
নড়াইলে বিয়ের দাবিতে সৌদি প্রবাসী আশিকুর রহমান সাব্বির (৩০)নামে এক প্রেমিকের বাড়িতে অনশন করে এক কলেজছাত্রী। শুক্রবার (২৩মে)সকাল ১১টা থেকে লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে প্রেমিকের বাড়িতে ওই কলেজছাত্রী অনশন শুরু করেন। কলেজছাত্রী বাড়িতে এসে বিয়ের দাবি নিয়ে অনশনে বসলে সাব্বিরের বাবা হায়দার আলী কলেজছাত্রীর সাথে দুর্ব্যবহার করতে গেলে স্থানীয়দের বাধার মুখে সেটি ব্যর্থ হয়েছে।
কলেজছাত্রী বলেন,কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের হায়দার আলীর ছেলে আশিকুর রহমান সাব্বিরের সাথে গত আট মাসে আগে টিকটকের মাধ্যমে প্রেমজ সম্পর্ক গড়ে উঠে। সাব্বির আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে মোবাইল ভিডিও কলে কথা বলতে থাকেন। ফোনে কথা বার্তার এক পর্যায়ে মোবাইলে দু’জনের আপত্তিকর ছবি লেনদেন করা হয়। সে আপত্তিকর ওই ছবি দিয়ে সে আমাকে ব্লাকমেইল করার চেষ্টা করে। পরে আমি তার সাথে যোগাযোগ বন্ধ করে দিলে আমার ভাইয়ের ফোনে ওই ছবি পাঠিয়ে দেয়। নিরুপায় হয়ে আমি আত্মহত্যা করতে গেলে পরিবারের লোক বুঝিয়ে রাখেন। আজ শুক্রবার আমি যেহেতু এ বাড়িতে এসেছি। আমি আর যাব না। এ বাড়িতে থাকব। আমি এখানে বিষ খাবো,গলায় দড়ি নেব। সাব্বির যখন ওই ছবি আমার স্বজনদের নিকট দিয়েছেন। আমার মরে যাওয়া ছাড়া উপায় নেই? আর আমি মরলে এই বাড়িতেই মরব।
অভিযুক্ত ছেলেটির বাবা হায়দার আলী বলেন,মেয়েটির সাথে আমার ছেলের কোন সম্পর্ক নেই। যে সব ছবি দেখাচ্ছে ওগুলো এডিট করা মনে হচ্ছে। তবে ছেলেটির মা বলেন,সম্পর্ক আছে তবে মেয়েটি আমার ছেলের নিকট থেকে ১ লাখ টাকা ও হাতিয়ে নিয়েছে। কোটাকোল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন,আমরা গ্রামবাসী ছেলের বাবাকে মেয়েটিকে মেনে নেওয়ার জন্য বলে ছিলাম। তবে তারা আমাদের কথার কোন গুরুত্ব দেয়নি।
লোহাগড়া থানার অফিসার ইনর্চাজ (ওসি)মোঃ শরিফুল ইসলাম বিকালে বলেন, এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.