Nabadhara
ঢাকাসোমবার , ৩০ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

পলাশে অ*স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের দায়ে দুই হোটেলকে জ*রিমানা

শারমিন সুলতানা-নরসিংদী প্রতিনিধি
জুন ৩০, ২০২৫ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

শারমিন সুলতানা-নরসিংদী প্রতিনিধি

নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা বাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য সংরক্ষণ ও পরিবেশনের দায়ে দুইটি হোটেলকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এ অভিযান পরিচালনা করেন পলাশ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এইচ এম ফখরুল হোসাইন। অভিযানে পলাশ থানা পুলিশ সহায়তা প্রদান করে।

জানা যায়, ডাঙ্গা বাজার এলাকার হোটেল বিসমিল্লাহ ও হোটেল মদিনা দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশন করে আসছিল। অভিযানে এসব অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠানকে পৃথক মামলায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) বলেন, “অস্বাস্থ্যকর ও unhygienic পরিবেশে খাদ্য পরিবেশন জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই ভোক্তাদের অধিকার ও স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান পরিচালিত হবে।”

তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।