মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার চরবাসুড়িয়া গ্রামে নিজ বাড়ি থেকে সোহাগ মোল্লা (৩৫) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই গ্রামের ইউসুফ মোল্লার ছেলে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফজলুল হক জানান, সোহাগ মোল্লার বিরুদ্ধে মোল্লাহাট থানায় দায়েরকৃত মামলা নম্বর ১১/২৫, তারিখ ১৮/০৩/২০২৫ ইং, ধারা ৩২৩/৫০৬ অনুযায়ী আদালত থেকে গ্রেফতারী পরোয়ানা জারি করা হয়। সে অনুযায়ী তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, সোহাগ মোল্লার বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো: মামলা নং ০৮/৩৫ (তারিখ ০২/০৫/২০২০) এবং ১৬/২৩ (তারিখ ১৬/০৩/২০২০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোহাগ মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। অসহায় পরিবারের কিশোরী মেয়েদের বিয়ে দেওয়ার নামে প্রতারণা করে অর্থ আদায়, মাদক কারবার ও চাঁদাবাজির মতো অভিযোগ তার বিরুদ্ধে ছিল বহুদিন ধরেই।
তার গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকে মনে করছেন, এতে করে এলাকার পরিবেশ কিছুটা হলেও স্বাভাবিক থাকবে।
পুলিশ জানিয়েছে, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.