দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি উপজেলার ৫ টি ইউনিয়নে পর্যায়ক্রমে ভিডাব্লিউবি কার্যক্রম বাছাই শুরু করা হয়েছে। মঙ্গলবার উপজেলা ৫ টি ইউনিয়নের ভিডব্লিউবি উপকারভোগীদের উন্মুক্ত পদ্ধতিতে নির্বাচন প্রক্রিয়া শুরুর মধ্যে দিয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। মঙ্গলবার উপজেলা যাচাই-বাছাই কমিটি এ কার্মক্রম পরিচালনা করেন।
সূত্রজানায় পাঁচ ইউনিয়নে ভিডাব্লিউবি সুবিধাপেতে অনলাইনে আবেদন করেছেন মোট ৪৬৩৩ জন, সুবিধা পাবেন ১৯০১ জন বিভিন্ন ওয়ার্ডের উপকারভোগী বাছাই কার্যক্রম পরিচালনা করেন কমিটির সদস্যরা। সকালে কার্যক্রমের উদ্বোধন করেন কমিটির সভাপতি (ইউএনও) আবু জর মোঃ ইজাজুল হক। বাছাই কার্যক্রমে অংশ নিতে সকাল থেকে ইউনিয়ন পরিষদে আসতে শুরু কর স্বচ্ছতার প্রত্যাশায় আবেদনকারীরা সন্তোষ প্রকাশ করেছেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ সাহিদা বেগম এর তদারকিতে পাংগাশিয়া ইউনিয়নে বাছাই কমিটির সদস্য সুনীল চন্দ্র দেবনাথ উপজেলা শিক্ষা অফিসার ,মোঃ আল-আমিন ব্যবস্থাপক, পল্লী সঞ্চয় ব্যাংক।লেবুখালী ইউনিয়নে জিনাত জাহান সহকারী উপজেলা শিক্ষা অফিসার ও কাজী মনিরুজ্জামান রিপন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার। মুরাদিয়া ইউনিয়নে সমীর হালদার উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ মশিউর রহমান উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা। আংগারিয়া সৈয়দ ফারুক হোসেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, মাহমুদা বেগম উপজেলা তথ্যসেবা কর্মকর্তা, ও শ্রীরামপুর মোসা: নিপা বেগম উপ সহকারী প্রকৌশলী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, মোঃ মাজহারুল ইসলাম সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এছাড়া ইউপি সচিব ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা আগামী দুই বছর প্রতিমাসে ৩০ কেজি করে চাল পাবেন।
ইউএনও আবু জর মোঃ ইজাজুল হক বলেন, উপকারভোগী বাছাইয়ে সচ্ছতা নিশ্চিত করতে সরকার নির্দেশিত উপজেলা কমিটির কর্মকর্তাগণের মাধ্যমে প্রত্যক্ষ স্বাক্ষাতকারের মাধ্যমে বাছাই কার্মক্রম পরিচলনা করা হচ্ছে।
তিনি বলেন, কোন উপকারভোগী যদি তথ্য গোপন, মিথ্যা তথ্য বা অন্যকোন অসদুপায়ে নির্বাচিত হয়, পরবর্তীতে সেটা প্রকাশ্যে এলে সেই উপকারভোগীকে তালিকা থেকে বাদ দেওয়া হবে বলে গণমাধ্যমকে জানান।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.