দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর দুমকি থানার পাশেই একটি বাড়িতে ডাকাতি হয়েছে। সোমবার (৩০ জুন) গভীর রাতে থানার কাছাকাছি শ্রীরামপুর গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মজিদ খানের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়েছে। এসময় সংঘবদ্ধ ডাকাতরা নগদ ৫লাখ টাকা, ২৭ ভরি স্বর্ণালংকার সহ ব্যাংকের চেক, বিভিন্ন দলিলপত্র প্রায় ১৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, আঃ মজিদ খান ও তার পরিবারের লোকজন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পরে। রাত আড়াইটার দিকে ১০/১২জনের সশস্ত্র ডাকাত দল কৌশলে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের বিভিন্ন রুমে ঘুমানো সদস্যদের জিম্মি করে সবাইকে একে একে একরুমে এনে আটকে রেখে বেধরক মারধর করে।
দুজন পাহারায় রেখে অপর ডাকাতরা ওয়ার ড্রপ, ড্রেসিং টেবিল ও আলমারির লকার ভেঙ্গে অন্ততঃ২৭ভরি ওজনের স্বর্ণালংকার, ৫ লক্ষাধিক নগদ টাকা, দলিলপত্র, ব্যাংকচেক ও অন্যান্য মালামাল লুঠ করে নিয়ে গেছে।
ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ খান জানান, ভাই বোন, মেয়ে ও ভাইদের স্ত্রীদের স্বর্নালংকার বাসায় আমার স্ত্রীর কাছে গচ্ছিত ছিল। সব মিলিয়ে সাড়ে ২৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ পাঁচ লক্ষাধিক টাকা, দলিলপত্র, বিভিন্ন ব্যাংকের চেক, ৪টি মোবাইল ফোন ও মুল্যবান কাগজপত্র নিয়ে গেছে। ভুক্তভোগীর বড় ছেলে শাওন ৯৯৯ এ কল করলে দুমকি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পূর্বেই ডাকাত চক্র পালিয়ে যায়।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং এবিষয়ে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.