Nabadhara
ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জেলার সংবাদ
  11. ঢাকা বিভাগ
  12. তথ্যপ্রযুক্তি
  13. ধর্ম
  14. প্রধান সংবাদ
  15. ফিচার
আজকের সর্বশেষ সবখবর

যশোর মেডিকেল কলেজে সকল রাজনৈতিক কার্যক্রম বন্ধ ঘোষণা

যশোর প্রতিনিধি
জুলাই ২, ২০২৫ ২:৩০ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সেবামূলক সংগঠন সন্ধানী সহ সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সব ধরণের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবীব স্বাক্ষরিত এক নোটিশে এ সিদ্ধান্ত জানানো হয়। যার স্মারক নম্বর-৫৯.১৪.৪১৮৭.০০০.১৪২.০৬.০০০১.২৫।

 

জানা গেছে, গত বছরের ৮ আগস্ট মেডিকেল কলেজ একাডেমিক কাউন্সিলের বর্ধিত সভায় প্রথম সিন্ধান্ত হয় সকল প্রকার সংগঠনের কার্যক্রম বন্ধ রাখার জন্য। কিন্তু সে নির্দেশ অজ্ঞাত কারণে কেউ মানেনি। রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি রাজনৈতিক সংগঠন আবারও কলেজে প্রকাশ্যে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে। একই সাথে তাদের সাথে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরাও। কিছু শিক্ষকরা নিজেদের সমর্থকদের মাধ্যমে শিক্ষার্থীদের দুই দলে বিভক্ত করেছেন। ফলে স্বেচ্ছাসেবী সংগঠন সন্ধানী ইউনিটে গড়ে ওঠে দুটি প্রতিদ্বন্দ্বী গ্রুপ। ২৯ জুন ঐশিক গ্রুপের উদ্যোগে কলেজ ক্যাম্পাসে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়। আবার একই সংগঠনের ব্যানারে ৩০ জুন কলেজ ক্যান্টিনে অনুষ্ঠিত হয়েছে নতুন শিক্ষার্থীদের নবীনবরণ।

 

সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন, দ্বন্দ্বের বলি হচ্ছেন তারা। ফলে পরিস্থিতি শান্ত করতে সন্ধানীর সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটাকে তারা স্বাগত জানান।

 

কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার আবু হাসনাত মো. আহসান হাবীব জানান, শিক্ষার্থীদের মধ্যে বিভক্তি এবং মুখোমুখি অবস্থানের কারণে যে কোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটার শঙ্কা ছিল। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সন্ধানীসহ সকল সংগঠনের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করেছি। শিক্ষার্থীদের কোনো রাজনৈতিক বা ব্যক্তিগত মতাদর্শের হাতিয়ার হিসাবে ব্যবহার করতে দেওয়া হবে না। আমরা একটি সুশৃঙ্খল একাডেমিক পরিবেশ বজায় রাখতে বদ্ধপরিকর ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।