হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা উপজেলায় পূর্ব বিরোধের জেরে জহর আলী (৪০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত অবস্থায় জহর আলীকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, জহর আলী শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেলে করে বাকড়া বাজার যাচ্ছিলেন। পথিমধ্যে সোনাকুড় গ্রামের জহিরের চায়ের দোকানের সামনে পৌঁছালে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি পেছন থেকে দা দিয়ে তার মাথায় আঘাত করে। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিতে পড়ে যান।
আহত জহর আলী সোনাকুড় গ্রামের মো. আজাহার শেখের ছেলে। অভিযুক্ত রফিকুল ইসলাম একই গ্রামের বাসিন্দা। স্থানীয়দের অভিযোগ, তিনি একজন বেকার, মাদকাসক্ত এবং এলাকায় বেপরোয়া স্বভাবের লোক হিসেবে পরিচিত। পূর্বে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও আইনের আওতায় আসেননি। হামলার পেছনে পারিবারিক পুরনো বিরোধকে কারণ হিসেবে উল্লেখ করেছেন এলাকাবাসী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “সংবাদ পাওয়ার পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে আটকে পুলিশের একাধিক দল অভিযান চালাচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত হামলাকারীকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.