শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাট-চিতলমারী-টুঙ্গিপাড়া-ঢাকা আঞ্চলিক মহাসড়ক ও এর সংযোগ সড়কের দুই পাশে ঝুঁকিপূর্ণভাবে প্রতিদিন হাজার হাজার বাঁশ বেচাবিক্রি হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়কের ওপর অপরিকল্পিতভাবে ভ্যান, নসিমন ও ট্রাকে বাঁশ ওঠা-নামার ফলে যানবাহন ও যাত্রীরা পড়ছেন চরম দুর্ভোগে।
সোমবার (২ জুলাই) সরেজমিনে চরবানিয়ারী ইউনিয়নের দুর্গাপুর, ব্রহ্মগাতী ও সন্তোষপুর ইউনিয়নের দড়িউমাজুড়ি এলাকা ঘুরে দেখা গেছে, গত কয়েক বছর ধরে সবজি মৌসুম শুরু হলেই সড়কের আশপাশে বাঁশের আড়ত বসে। এসব আড়ত থেকে প্রতিদিন শত শত বাঁশ লোড-আনলোড হয়, এতে সৃষ্টি হয় যানজট। এলোমেলোভাবে বাঁশ রাখায় অনেক সময় রাস্তায় চলাচল একেবারে বন্ধ হয়ে যায়।
স্থানীয় বাসিন্দা ও পথচারীরা জানান, এসব আড়তের কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও অফিসগামী সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গাপুর মঠের কাছে দোলুয়াগুনি গ্রাম থেকে বাঁশ কিনতে আসা কৃষক শংকর মণ্ডল ও উত্তম বালা বলেন, স্থানীয় আড়তে বেশি খাজনা নেওয়া হয়, তাই ঝুঁকি নিয়েও এই আড়তগুলো থেকে বাঁশ কেনেন তাঁরা। এখানে খাজনা সম্পূর্ণভাবে আড়তদাররাই বহন করেন।
চিতলমারী উপজেলার সন্তোষপুর, চরবানিয়ারী, খাসেরহাট, নালুয়া ও কালীগঞ্জ এলাকায় রয়েছে বেশ কয়েকটি প্রধান বাঁশের আড়ত। এসব এলাকা থেকে ভ্যান ও নসিমনের মাধ্যমে বাঁশ আনা-নেওয়ার সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপস পাল বলেন, “বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.