বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় চালু হয়েছে ভূমি সেবা সহায়তা কেন্দ্র। বুধবার (২ জুলাই) সকালে উপজেলার বাসস্ট্যান্ড এলাকার স্বাধীন বাংলা সুপার মার্কেটের ২য় তলায় ‘ক্রিয়েটিভ কম্পিউটার’ এবং সাহেবগঞ্জ ভূমি অফিসের সামনে ‘রাকিব ডিজিটাল ফটোকপি অ্যান্ড স্টুডিও’ নামে দুটি কেন্দ্রের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় হালদার, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, সাবেক প্রধান শিক্ষক মুনসুর আহমেদ, আউয়াল হাওলাদারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
জেলা প্রশাসনের উদ্যোগে প্রথম ধাপে বাকেরগঞ্জে দুটি সহায়তা কেন্দ্র চালু করা হলো। ভবিষ্যতে উপজেলার প্রতিটি ইউনিয়নে এ ধরনের সেবা কেন্দ্র স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানান কর্মকর্তারা।
এই সহায়তা কেন্দ্রের মাধ্যমে সরকার নির্ধারিত ফি দিয়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ, মিউটেশন আবেদন, খতিয়ান ও জমির নকশা সংগ্রহসহ নানা ভূমি সেবা সহজেই গ্রহণ করতে পারবেন সাধারণ মানুষ। বিশেষ করে যারা তথ্যপ্রযুক্তিতে পারদর্শী নন, তাদের জন্য এটি হবে বড় সহায়তা।
ইউএনও রুমানা আফরোজ বলেন, “ভূমি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এই উদ্যোগ। এটি সেবা গ্রহণকে আরও সহজ, দ্রুত ও হয়রানিমুক্ত করবে। সরকারের নির্ধারিত ফি ছাড়া অতিরিক্ত টাকা নেওয়ার সুযোগ থাকছে না।”
প্রান্তিক জনগণের জন্য ভূমি সেবায় এমন ডিজিটাল উদ্যোগ স্থানীয়দের মধ্যে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.