মো.ইব্রাহীম মিঞা, বিরামপুর (দিনাজপুর)
দিনাজপুরের বিরামপুরে আকাশে সূর্যকে ঘিরে দেখা গেছে এক রহস্যময় রংধনুর বলয়। মঙ্গলবার (২ জুলাই) দুপুরে হঠাৎ করেই এ বিরল প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হন এলাকাবাসী। সূর্যের চারপাশে গোল আকারে রংধনুর মতো বলয় দেখে সবাই বিস্মিত হন। অনেকেই বলেন, “জীবনে প্রথম এমন দৃশ্য দেখলাম।” মুহূর্তটি মোবাইলে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেন অনেকে।
বিজ্ঞান অনুযায়ী, এই অপার সৌন্দর্যের নাম “সান হ্যালো” বা “২২-ডিগ্রি হ্যালো”। এটি একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল প্রভাব, যা দেখা যায় যখন আকাশে থাকে পাতলা ও উচ্চ স্তরের সিরাস বা সিরোস্ট্রেটাস মেঘ। এ ধরনের মেঘ সাধারণত ২০,০০০ ফুটেরও বেশি উচ্চতায় গঠিত হয়, যেখানে তাপমাত্রা থাকে হিমাঙ্কের নিচে।
এই মেঘে থাকা কোটি কোটি ক্ষুদ্র, ষড়ভুজাকৃতির বরফ কণা সূর্যের আলোকে প্রিজমের মতো প্রতিসরণ ও প্রতিফলনের মাধ্যমে ২২ ডিগ্রি কোণে বেঁকিয়ে দেয়। ফলে সূর্যকে ঘিরে একটি পূর্ণাঙ্গ রঙিন বলয় তৈরি হয়।
আবহাওয়াবিদদের মতে, এ ধরনের বলয় কখনও কখনও বৃষ্টির পূর্বাভাসও হতে পারে। কারণ এই মেঘ সাধারণত নিম্নচাপ বা আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দেয়।
বিরল এই ঘটনা এলাকাবাসীকে যেমন বিস্মিত করেছে, তেমনি প্রকৃতির সৌন্দর্য ও বিজ্ঞানের চমৎকার মেলবন্ধনের কথাও স্মরণ করিয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.