প্রথম চার সিজনের ধারাবাহিক সাফল্যের পর ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’ মুক্তি পেয়েছে ওটিটি প্লাটফর্ম বঙ্গ-তে। গেল ঈদুল আজহার রাতে একসঙ্গে ৮ এপিসোড প্রচার দিয়ে শুরু হয়েছে নতুন সিজনের যাত্রা।
বঙ্গ অ্যাপে ৪০ টাকায় সাবস্ক্রাইব করে প্রথম ৮ পর্ব দেখতে পেরেছেন দর্শকেরা। তবে যারা এখনও টাকা খরচ করে ‘ব্যাচেলর পয়েন্ট’ দেখতে পারেননি তাদের জন্য টিভি পর্দায় দেখারও সুযোগ করে দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি।
শিগগিরই চ্যানেল আইয়ের পর্দায় আসছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’। আগামী ১০ জুলাই থেকে টিভি পর্দায় দেখা যাবে বর্তমান সময়ের বহুল আলোচিত এই জনপ্রিয় সিরিজটি।
বুধবার (২ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়, আগামী ১০ জুলাই থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে দর্শকরা ব্যাচেলর পয়েন্ট সিজন-৫ উপভোগ করতে পারবেন। ১২০ পর্বের এ ধারাবাহিকের প্রতিটি পর্বের দৈর্ঘ্য হবে ২০ মিনিট করে।
এছাড়া প্রচারের দিন ভোর রাত ৩টা ৪০ মিনিটে প্রথম পুনঃপ্রচার এবং পরদিন সকাল ১১টা ৩০ মিনিটে নাটকটি দ্বিতীয়বার পুনঃপ্রচার করবে চ্যানেল আই।
প্রতিবারের মতো এবারও ব্যাচেলর পয়েন্ট-৫-এ অভিনয় করেছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, সাবিলা নূর, শিমুল শর্মা, লামিমা লাম, আব্দুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ।
প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ডিসেম্বর ১১৬তম পর্ব প্রচারের মধ্যদিয়ে শেষ হয়েছিল ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’। তারই ধারাবাহিকতায় এবার এল সিরিজটির পঞ্চম কিস্তি। এবারের সিজনে থাকছে মোট ১২০টি পর্ব।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2025 Nabadhara. All rights reserved.